ঠিক কী ঘটেছে? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার সকাল হতেই জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ১ নম্বর রেল গেটের সামনে ট্রাকের ওপর এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পরে থাকতে দেখেন তাঁরা।
সঙ্গে সঙ্গেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। খবর যায় রেল পুলিশের কাছেও। কিছুক্ষণেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে রেল লাইন থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী তদন্ত এবং পদক্ষেপ গ্রহণের জন্য।
তবে কয়ে ওই ব্যক্তি? কী পরিচয়? প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি তা। একইসঙ্গে জানা যায়নি, এই ঘটনা কীভাবে ঘটেছে। স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি জানান, তাঁদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪৫ থেকে ৫০। মনে করা হচ্ছে, রাতের ট্রেনে দুর্ঘটনা ঘটেছে।