• পর পর মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে, বন্যার জল নামতেই অন্য বিপদ ঘাটালে!...
    আজকাল | ২৯ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনের টানা বর্ষণে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিপর্যস্ত জনজীবন জলযন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেলেও, আতঙ্ক এখন অন্য বিপদ নিয়ে। 

     বন্যার জল নামতেই আন্ত্রিকের মতো রোগের প্রকোপ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, দুর্ভোগের শেষ নেই সেখানকার মানুষের। ইতিমধ্যেই সেখানে বাড়ছে জলবাহিত রোগের প্রকোপ। আন্ত্রিক ছড়াচ্ছে ঘাটাল ব্লকের বীরসিংহপুর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আন্ত্রিক আক্রান্ত ৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে চিকিৎসা। 

     পরিস্থিতি দেখে কালবিলম্ব করেনি প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ইতিমধ্যে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

    ঘটনা প্রসঙ্গে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, 'বীরসিংহপুর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে তান্ত্রিক আক্রান্ত হয়েছেন।' খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কর্মী থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিক, ৫০ জনের একটি দল ওই এলাকায় গিয়েছিল।

    বন্যা কবলিতে এলাকাগুলিতে গিয়ে প্রতিটি বাড়ির চারপাশে ব্লিচিং ছড়ানো হয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরিবারকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতন করা হয়েছে। টিউবওয়েলের জল খেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও একগুচ্ছ পদক্ষেপ গ্রহোন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জানা গিয়েছে তেমনটাই। 
  • Link to this news (আজকাল)