• ৫২ ঘণ্টা বন্ধ থাকবে এই সেতু, ট্রেন বা বিমান ধরার তাড়া থাকলে এখনই জেনে নিন বিকল্প রাস্তা...
    আজকাল | ২৯ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হবে রক্ষণাবেক্ষণের কাজ। আর তাই প্রায় ৫২ ঘণ্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পথ দুর্গাপুর সেতু বা ডিরোজিও সেতু। শনিবার দুপুর দুটো থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। কেএমডিএ জানিয়েছে, সমস্ত সেতুরই স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে ডিরোজিও সেতুতে ‘লোড টেস্ট’ হবে। সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুঁটিনাটি পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা। 

    প্রসঙ্গত, কলকাতার নিউ আলিপুর ও চেতলাকে সংযুক্ত করা দুর্গাপুর সেতুটি শহরের দক্ষিণ–পশ্চিম অংশে যান চলাচলের মূল সড়ক হিসাবে কাজ করে। ওই সেতুর মাধ্যমেই বেহালার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে অপেক্ষাকৃত তাড়াতাড়ি পৌঁছনো যায়। তাই এই সেতু বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই বিকল্প রাস্তায় চাপ বাড়বে। ফলে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে দুর্গাপুর সেতু বন্ধ থাকলেও মাঝেরহাট সেতু খোলা থাকবে। অন্য দিকে, ধনধান্য সেতু ও জিরাট সেতু দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বিকল্প হিসাবে দক্ষিণ ও উত্তরমুখী যান চলাচলে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর ট্র্যাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোড ক্রসিং থেকে ঘোরানো হবে। আশপাশের রাস্তার ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। 

    যদিও দুর্গাপুর সেতুতে পণ্যবাহী যান ও বাস চলাচল এখন নিষিদ্ধ। শুধু প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, বাইক চলাচল করে ওই সেতুতে।
  • Link to this news (আজকাল)