আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কলকাতার বেসরকারি কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। সেই পরিস্থিতিতেই এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি মদন মিত্রকে শোকজের চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ককে। জানা গিয়েছে, কসবার ঘটনায় মদন মিত্রের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে নতুন করে।
কামারহাটির বিধায়কের মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত করেছে। তার পরিপ্রেক্ষিতেই এবার মদন মিত্রকে শোকজ চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবার ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন কামারহাটির বিধায়ক। তাঁর মন্তব্য যথেষ্ট বেফাঁস ও স্পর্শকাতর বলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তৃণমূলের পক্ষ থেকেও ওইদিন রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানানো হয়, এই ধরনের মন্তব্য দলের অবস্থানের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এদিন দলের তরফে পাঠানো শোকজ নোটিশে লেখা হয়েছে, ‘আপনার অযাচিত, অপ্রয়োজনীয় ও অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে চরমভাবে আঘাত করেছে। এটি দলের কঠোর অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। আপনি তিন দিনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করুন’। এই বিষয়ে বিধায়ক মদন মিত্রর বক্তব্য জানতে চেয়ে আজকাল ডট ইন-এর তরফে তাঁকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রসঙ্গত, কসবার ঘটনায় কলকাতা পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ১২ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বিকেলেই এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল। সেখানেও দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, যাতে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হয়। ইতিমধ্যেই, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।