মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিকাদারের থেকে ঘুষ চাওয়ার অভিযোগ
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মালবাজার পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। এই অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির এক ঠিকাদার। তাঁর দাবি, ২০১৭ সালে তিনি মালবাজার শহরে হাই মাস্ট ল্যাম্প লাগানো জন্য পুরসভাকে যাবতীয় সামগ্রী সরবরাহ করেছিলেন। এখনও সেই বিলের অনেকটাই বকেয়া। ওই বকেয়া বিল চাইতে গেলে বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ি তাঁর কাছে ঘুষ চান।যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তাঁর পাল্টা দাবি, যখন ওই কাজ হয়েছিল, তিনি তখন চেয়ারম্যান ছিলেন না। ফলে ওই ঠিকাদার কীভাবে ওই কাজের বরাত পেয়েছিলেন জানেন না তিনি। পরে বকেয়া বিল নিয়ে আদালতে মামলা করেন ওই ঠিকাদার। পরবর্তীতে ওই ঠিকাদারের বকেয়া মেটাতে গিয়ে দেখা যায়, তাঁর কাজের কাগজপত্র ঠিক নেই। এমনকী সরকারি কাজ পেতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সেগুলি কিছুই মানা হয়নি। সেই কারণে ওই ঠিকাদারের বকেয়া বিল মেটানো হয়নি। পুরসভার ফিনান্স অফিসার কাগজপত্র খতিয়ে দেখছেন। বিষয়টি রাজ্য পুর দপ্তরেও জানানো হচ্ছে। এদিকে চেয়ারম্যানের পাশাপাশি মাল পুরসভার ফিনান্স অফিসারের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির ওই ঠিকাদার।