• জলপাইগুড়ি টাউন স্টেশন লাগোয়া রেললাইনের উপর থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি টাউন স্টেশন লাগোয়া রেললাইনের উপর থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। আজ, রবিবার সকালে দেহটি উদ্ধার হয়। এদিন সকালে এলাকাবাসীরা প্রথমে প্রৌঢ়ের দেহটি দেখতে পায়। তারপরেই রেল পুলিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিস। মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর জামাকাপড়ে কালির দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে, তিনি কোনও গ্যারেজে কাজ করতেন।এলাকার বাসিন্দা রাজেশ কামতি বলেন, আমাদের ধারণা গতকাল, শনিবার রাতের কোনও ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কারণ, রাতের পর আর আজ, রবিবার সকাল পর্যন্ত কোনও ট্রেন জলপাইগুড়ি টাউন স্টেশনের উপর দিয়ে যায়নি। দেহটি যেভাবে পড়েছিল, তাতে ওই ব্যক্তির ট্রেন থেকে পড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না এলাকাবাসীরা। মৃতের কাছে একটি মোবাইল পাওয়া গিয়েছে। কিন্তু সেটি সুইচ অফ থাকায় কিছুই জানা যায়নি। রেল পুলিস দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। রেল পুলিসের তরফে জানানো হয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।   
  • Link to this news (বর্তমান)