• বাংলায় কথা বলায় দিল্লিতে আটক পরিবার সহ দিনহাটার সাত শ্রমিক
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দিল্লির বাহাদুরগড় বাজারে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করা হয় দিনহাটার আটজন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে। এঁদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তিনশিশু। অভিযোগ, বুধবার বাহাদুরগড় বাজারে দুই শ্রমিক বাংলায় কথা বলার পর দিল্লি পুলিস তাঁদের আটক করে। পরে ওই শ্রমিকদের খোঁজ নিতে থানায় গেলে তাঁদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও আটক করা হয়। আটকদের মধ্যে একজনকে শুক্রবার ছেড়ে দিয়েছে দিল্লি পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, আটক বাকি সাতজনের মধ্যে রয়েছেন হার্টের রোগী শামসুল হক। আটকদের পরিবারের দাবি, তাঁরা সবাই ভারতীয় নাগরিক, যাবতীয় বৈধ নথিপত্র রয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার ক্রমেই বাড়ছে। আটকদের পরিবারের সদস্যদের দিনহাটা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। প্রশাসনিক স্তরে আলোচনা করে তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা চলছে।

    দিনহাটা-১ নম্বর ব্লকের দিনহাটা ভিলেজ ওয়ানের এই পরিবারগুলি ২০১৫ সালের ছিটমহল বিনিময়ের পর ভারতে আসেন। এরপর থেকেই সরকারি পুনর্বাসন প্রকল্পে স্থায়ীভাবে বসবাস করছেন। সরকারের তরফে তাঁদের রেশন কার্ড, আধার ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। কাজের খোঁজে দিল্লিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে ভাষাগত পরিচয়ের কারণে হেনস্তার শিকার হতে হচ্ছে, এমন অভিযোগ ক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের।

    শামসুল হকের মেয়ে শারমিন খাতুন বলেন, আমার বাবা বাহাদুরগড়ে ঠিকাদারির কাজ করেন। তাঁর অধীনে শ্রমিকরা ইটভাটায় কাজ করেন। বুধবার দুই শ্রমিক বাজারে গেলে বাংলা বলার জন্য পুলিস তাঁদের বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যায়। পরে খবর পেয়ে বাবা সহ পরিবারের বাকি সদস্যরা থানায় গেলে, তাঁরাও আটক হন। বাবা হার্টের রোগী, চিকিৎসার প্রয়োজন রয়েছে। আমরা বৈধ নাগরিক হয়েও এমন ভোগান্তিতে পড়েছি।

    ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, আটকদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। দিল্লি পুলিসের হেফাজতে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের মুক্ত করতে আমরা প্রশাসনিক স্তরে পদক্ষেপ নিচ্ছি। দ্রুত তাঁদের মুক্তির ব্যবস্থা করা হবে।

    কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অভিযোগ, দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাভাষীদের উপর নির্যাতন বেড়েছে। বাংলা বললেই বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে। দিল্লি পুলিস যেন ভুলেই গিয়েছে, বাংলা পশ্চিমবঙ্গের সরকারি ভাষা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, বৈধ কাগজপত্র থাকলে নিশ্চয় ছেড়ে দেবে।  দিল্লিতে আটক বাঙালি শ্রমিকরা। 
  • Link to this news (বর্তমান)