আসানসোলে বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিনজনের, গুরুতর জখম ১
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোলের ফতেপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল দক্ষিণ থানার ফতেপুরে স্বাগতম রেসিডেন্সি রয়েছে। সেখানেই একটি দু’তলা বাংলো বাড়িতে গতকাল, শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই দৃশ্য দেখতে পান ও ওই বাড়ির বাসিন্দাদের চিৎকার শুনতে পান এলাকাবাসীরা। তখনই দ্রুত দমকল ও পুলিসে খবর দেওয়া হয়। পরিস্থিতির কথা মাথাতে রেখে দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানো ও উদ্ধারকাজে নামেন। কোনও রকমে ওই বাড়ির বাইরের গেট ভেঙে শিল্পী চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে উদ্ধার করা হয়। যদিও বাড়ির ভিতরে থাকা ওই পরিবারের বাকি তিন সদস্যকে উদ্ধার করা যায়নি।অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় শিল্পী দেবীর স্বামী বাবলু সিং (৫১), বাবা বীরেন্দ্রনাথ চন্দ্র (৬৬) ও মা গায়েত্রী চন্দ্রের (৫৭)। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। পুলিস তিনজনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শিল্পী দেবীকে গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতাল প্রথমে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে সন্দেহ রয়েছে। কেউ দাবি করেছেন শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হতে পারে। কেউ আবার মনে করছেন বাড়িতে ধূমপান করা থেকেও এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে। পুরো বাড়িটি অত্যাধুনিক ধাঁচে তৈরি। ফলস সিলিং থেকে দেওয়াল, সর্বত্রই ছিল প্লাইউডের কাজ। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।