ভরদুপুরে পথ আটকে কিশোরীর গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা, চাঞ্চল্য বারাসতে
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দক্ষিণ কলকাতার কসবার ল’ কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে। সেই আবহে ভরদুপুরে বারাসতে প্রকাশ্যে যৌন হেনস্তার শিকার এক কিশোরী। আজ, রবিবার দুপুরে বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে ওই কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক। এমনটাই অভিযোগ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী এদিন টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময়ে অভিযুক্ত যুবক তার পথ আটকায়।পরে আচমকা ওই কিশোরীর গোপানাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে। ভয়ে কেঁদে ওঠে সে। তার কান্নার আওয়াজ শুনে আশপাশের দোকানদাররা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে। পরে তাকে তুলে দেওয়া হয় বারাসত থানার পুলিসের হাতে। পুলিস সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম রাজু শেখ। তার বাড়ি বসিরহাটে। অভিযুক্তকে জেরা করছে পুলিস। তার সঙ্গে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখছে বারাসত থানার পুলিস। ভরদুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বারাসতে।