শুক্রবার আপ জয়নগর এক্সপ্রেস থেকে আরপিএফ উদ্ধার করে ৬৬টি চোরাই মোবাইলসহ একজন ঝাড়খন্ড নিবাসী মোবাইল পাচারকারীকে। শুক্রবার দুপুরে এই ব্যক্তি জম্মু তাওয়াই এক্সপ্রেসে মোরাদাবাদ থেকে এসে পৌঁছান বর্ধমানে। ট্রেন থেকে নেমেই উনি আবার তড়িঘড়ি উঠে পড়েন বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ জয়নগর এক্সপ্রেসে। আরপিএফ বাহিনী তখন মদ পাচারকারীদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছিল। তাদের হাতে পড়ে যান মোবাইল পাচারকারী ওই ব্যক্তি।
জানা গেছে ধৃত ব্যক্তির নাম কিষাণ মারান্ডি। কিষাণের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল। আরপিএফের সন্দেহ হওয়ায় তারা কিষাণকে পাকড়াও করে। অপরাধীকে জেরা করে জানা গেছে, ঝাড়খন্ডের পাকুর স্টেশনে এই ফোনগুলি হস্তান্তরিত হওয়ার কথা ছিল এবং এই কাজের জন্য কিষাণের পাওয়ার কথা ছিল ১০ হাজার টাকা। কিষাণের কাছ থেকে এই তথ্যও পাওয়া গেছে যে এই বহুমূল্য মোবাইলগুলি পাচার হওয়ার কথা ছিল মালদার কালিয়াচক এলাকায় আর সেখান থেকে এই চোরাই ফোনগুলি বিক্রি করার কথা ছিল বাংলাদেশে এবং উত্তরবঙ্গের নানান জেলায়।
পুলিশের মতে এই মোবাইলগুলির মোট বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা এবং এগুলি ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি করে একসাথে পাচার করা হচ্ছিল পশ্চিমবঙ্গে। এই মোবাইল পাচারকারী চক্রের সঙ্গে অপরাধ জগতের গভীর যোগাযোগ আছে বলে অনুমান করছে পুলিশ। কিষাণের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং অপরাধীকে শনিবার পেশ করা হবে বর্ধমান কোর্টে।