• ৬ মাসের সন্তানকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে চুরির গল্প শোনালেন মা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৫
  • ৬ মাসের শিশু চুরি হয়ে গিয়েছে বাড়ি থেকে! ওই দাবি করে চিৎকার-চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলেন মা। বাড়ির লোকজন থেকে প্রতিবেশীরা শুরু করেন ৬ মাসের শিশুর খোঁজ। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। হন্যে হয়ে পুলিশ শিশুটিকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। অবশেষে পুলিশের জেরায় কয়েক ঘণ্টা পরে মা স্বীকার করেন যে, তিনি খুন করেছেন ছেলেকে। মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন! শুক্রবার রাত থেকে এই ঘটনায় শোরগোল পড়ে যায় নদিয়ার কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের তেলিগাছা এলাকায়।

    স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম রূপা ঘোষ। কল্যাণী থানার সগুনায় তেলিগাছায় তাঁর শ্বশুরবাড়ি। স্বামীর নাম সোমনাথ ঘোষ। ছোট ব্যবসা করেন সোমনাথ। এটি রূপার দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় পক্ষের সন্তানের বয়স মাত্র ৬ মাস। শুক্রবার সন্ধ্যায় নিজের ৬ মাসের পুত্র সন্তানকে রূপা গলা টিপে খুন করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, শিশুর দেহ পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়ে চুরির গল্প ফেঁদেছিলেন খোদ মা।

    স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ ছেলে চুরি হয়ে গিয়েছে বলে কান্না জোড়েন রূপা। প্রতিবেশীদের মধ্যে জানাজানি হতে সকলেই খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজে না পাওয়ায় শেষমেশ অভিযোগ জানানো হয় পুলিশের কাছে। রাতে পুলিশ এসে পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করে। রূপার সঙ্গেও কথা বলেন। কিন্তু শিশুর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে খটকা লাগে পুলিশের। তাঁর একাধিক কথায় অসঙ্গতি মেলে। শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। একটা সময়ে রূপা স্বীকার করেন তিনিই ছেলেকে খুন করেছেন। পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মাকে।

    রূপার স্বামী সোমনাথ ঘোষ বলেন, কেন এমন করল, বুঝতে পারছি না। তবে ছেলে হওয়ার পর থেকে ও বড্ড খিটখিটে হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর বনিবনার অভাব ছিল। প্রায়ই অশান্তি হত বাড়িতে। কিন্তু সেখান থেকে ৬ মাসের শিশুকে কেন খুন করলেন মা, তা নিয়ে প্রশ্ন সকলেরই।

    পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্তানকে বেশি নিতে দিতেন না মহিলার শ্বশুরবাড়ির লোকজন। এমনকি রূপার বাপেরবাড়ি সন্তানকে নিয়ে যেতে দিতেন না সোমনাথের পরিবার। সন্তান হারানোর ভয়ে এই কাণ্ড ঘটাতে পারে রূপা। রূপাকে শনিবার কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)