অরিজিৎ গুপ্ত, হাওড়া: তদন্তের স্বার্থে কসবা গণধর্ষণ কাণ্ডে অন্যতম এক অভিযুক্তকে তাঁর হাওড়ার বাড়িতে নিয়ে গেল কসবা থানার পুলিশ। সেখানেই হুলস্থূল কাণ্ড। অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে জানতে পেরেই তার বাড়ির সামনে ভিড় করে পাড়া প্রতিবেশীরা। পুলিশের গাড়ি থেকে তাকে নামাতেই মারমুখি হয়ে ওঠে উত্তেজিত জনতা। পুলিশ তাঁদের হঠিয়ে তড়িঘড়ি বাড়ির ভিতরে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের হাওড়ার বাড়িতে তাকে নিয়ে গিয়েছিল ইলেকট্রনিক্স গ্যাজেটের খোঁজে। যা তদন্তের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তকে নিয়ে হাওড়ার বাড়িতে পৌঁছতেই ধৃতের বাবা বাড়ির দরজা খুলে দেন। অভিযুক্তকে নিয়ে আসা হচ্ছে খবর পেয়েই তার বাড়ির সামনে ভিড় জমাতে থাকে জনতা। গাড়ি থেকে তাকে নামাতেই ক্ষেপে ওঠে জনতা। অভিযুক্তকে মারতে উদ্যত হয় তারা।
এরকম কিছু হতে পারে আগে থেকেই কিছুটা আঁচ করেছিল পুলিশ। মোতায়েন ছিল পুলিশ বাহিনী। জনতাকে হটিয়ে ধৃতকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে যায় তদন্তকারীরা। বাড়ির লোকের সঙ্গে কথা বলেন। অভিযুক্তের ঘরেও তল্লাশি চালানো হয়। ইলেকট্রনিক্স গ্যাজেটের খোঁজে এই তল্লাশি বলে খবর। তবে তদন্তকারীরা যা খুঁজছিলেন তা পেয়েছেন কি না, তা জানা যায়নি। প্রায় ঘণ্টাখানেকের পর ধৃতকে নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা।