• প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হতেই ‘আত্মঘাতী’ যুবক, দেহ নিয়ে তরুণীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
    প্রতিদিন | ২৯ জুন ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১৬ বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমিকা সেই সম্পর্ক ভেঙে অন্য জায়গায় বিয়েতে রাজি হয়েছে বাড়ির লোকের কথায়! আর সেই বিষয় মানতে না পেরেই ‘আত্মঘাতী’ প্রেমিক। সেই ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়। ওই যুবকের মৃতদেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    বাগদা থানার ভবানীপুর এলাকায় বাড়ি ওই বছর ৩০-এর যুবক চিরঞ্জিত বৈরাগীর। এলাকারই এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে দাবি মৃতের পরিবারের। ১৬ বছর সম্পর্কে থাকার পর ওই তরুণী সেটি ভেঙে বেরিয়ে আসেন বলে খবর। শুধু তাই নয়, পরিবারের দেখা পাত্রকে পছন্দ করে অন্যত্র বিয়েতেও তিনি মত দিয়েছিলেন বলে খবর। সেই খবর জানতে পেরে অস্থির হয়েছিলেন চিরঞ্জিত। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে ওই যুবক ‘আত্মঘাতী’ হয়েছেন বলে দাবি পরিবার। আজ, রবিবার সকালে নিজের ঘর থেকে ওই যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

    যুবকের পরিবার ও এলাকার লোকজন মৃতদেহ নিয়ে ওই তরুণীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় এদিন সকালে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়া হয়। দুই তরফের সঙ্গেই আলোচনা হয়। ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)