• ওভারব্রিজ থেকে ঝাঁপ, চলন্ত ট্রেনের উপর ছিটকে পড়লেন ব্যক্তি, হইচই ডানকুনি স্টেশনে
    এই সময় | ২৯ জুন ২০২৫
  • ওভারব্রিজ থেকে ট্রেনের উপর ঝাঁপ। রবিবার দুপুরে ডানকুনি রেল স্টেশনে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সেখ মারুফ (৪০)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডানকুনি থানা ও GRP এসে দেহ উদ্ধার করে। কী কারণে ওই ব্যক্তি ঝাঁপ দিলেন সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। যদিও এই ঘটনার জন্য রেল চলাচল ব্যাহত হয়নি বলে জানানো হয়েছে রেলের তরফে।

    জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ ডানকুনি রেল স্টেশনের ৪নং প্ল্যাটফর্মের উপর ফুট ওভারব্রিজে ঘোরাফেরা করতে দেখা যায় ওই ব্যক্তিকে। সেই সময়ে হাওড়া বর্ধমান কর্ড লোকাল ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। ট্রেনটি ঢুকতেই ফুট ওভারব্রিজ থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি।

    প্রথমে রেলের হাইটেনশন তারের উপর পড়েন তিনি। সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দ হয়ে আলোর ঝলকানি লক্ষ্য করা যায়। এর পরে ট্রেনের ছাদের উপর পড়ে ওই ব্যক্তির দেহ। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। ডানকুনি থানার পুলিশ ও GRP গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কাছেই ছাউনিপাড়া এলাকায় থাকেন। স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। মাঝেমধ্যে অসংলগ্ন কথাবার্তা বলতেও শোনা যায়। মানসিক অবসাদের কারণেই ওই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন কি না সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)