ময়নায় সমবায় নির্বাচনে সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী হলো তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার হাড়দুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। সেখানে মোট আসন সংখ্যা ছিল ৫৬। নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা সবকটি আসনেই জয়ী হয়েছেন।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম। আগামী বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে বড়সড় জয় হলো বিজেপির। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে শাসকদল তৃণমূলকে পিছনে ফেলে সব আসনেই জয় পেল বিজেপি। হাইকোর্টের নির্দেশে রবিবার (২৯ জুন) নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়। সমিতির মোট ভোটার ছিল ৮০০। আসন সংখ্যা ছিল ১২টি। বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই ১২টি আসনের মধ্যে সব আসনেই জয় লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা।
রবিবার ডানকুনি রেল স্টেশনে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সেখ মারুফ। সূত্রের খবর, এ দিন দুপুর দেড়টা নাগাদ ডানকুনি রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের উপর ফুট ওভারব্রিজে তাঁকে ঘোরাফেরা করতে দেখা যায়। হাওড়া বর্ধমান কর্ড লোকাল ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তিনি ঝাঁপ দেন। প্রথমে রেলের বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রেনের ছাদে তাঁর দেহ আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানা ও GRP পুলিশ। তাঁরাই এসে দেহ উদ্ধার করে।
সকালের সমস্ত খবরের আপডেট জানতে ক্লিক করুন