‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা রাখছে ল কলেজে ধর্ষিতার পরিবার! মদনবাণী নিয়ে মন্তব্যে নারাজ
আনন্দবাজার | ২৯ জুন ২০২৫
সিবিআই তদন্ত এখনই চাইছে না কসবার সরকারি আইন কলেজের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার। পুলিশ এবং প্রশাসনের উপর ভরসা রাখছে বলে জানাল তারা। তৃণমূলের বিধায়ক মদন মিত্রের ‘কুকথা’ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় নির্যাতিতার পরিবার।
শুক্রবার সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে নানা মহলে সিবিআই তদন্তের দাবি উঠেছে। দাবি, পুলিশ ঠিকমতো তদন্ত করছে না! তবে সেই দাবির সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। সংবাদমাধ্যমের প্রশ্নে পরিবারের এক সদস্য বলেন, ‘‘আমরা সিবিআই তদন্ত চাইছি না। পুলিশের তদন্তের উপর আস্থা রয়েছে।’’
কসবার ধর্ষণকাণ্ড নিয়ে বিতর্কে জড়ানো মদন মিত্রকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় নির্যাতিতার পরিবার। তদন্ত নিয়ে প্রশ্নের পাশাপাশি মদনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় নির্যাতিতার পরিবারের এক সদস্য জানান, ওই সব কথা তাঁরা শোনেনি। সেই মানসিক অবস্থাও নেই। উল্লেখ্য, কসবাকাণ্ডে যে তিন জনের বিরুদ্ধে নির্যাতিতা অভিযোগ তুলেছেন, তাঁরা তৃণমূলের ছাত্র পরিষদের (টিএমসিপি) সদস্য। সেই ঘটনা নিয়ে বলতে গিয়ে শনিবার মদন জানান, ওই ছাত্রীর একা একা কলেজে যাওয়াই উচিত হয়নি। কেন তিনি একা গিয়েছিলেন, প্রশ্ন তোলেন বিধায়ক। রাতেই এই মন্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল, মদনের মন্তব্য ‘ব্যক্তিগত’। দল তা সমর্থন করে না। রবিবার তাঁকে শো কজ়ও করা হয়।
ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নির্যাতিতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও শোনা যায়। সেই প্রসঙ্গে নির্যাতিতার ওই আত্মীয়ের দাবি, তাঁরা কোনও হুমকি পাননি। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ-প্রশাসনের উপর ভরসা রয়েছে।’’
ঘটনার পর নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছিল। অভিযোগ ওঠে, পরীক্ষা করার সময় কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না! সেই ‘বিতর্ক’ নিয়েও কিছু বলতে চায়নি নির্যাতিতার পরিবার। তাদের বক্তব্য, মেডিক্যাল পরীক্ষা ঠিকঠাকই হয়েছে। একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের দেখা করতে চাওয়া প্রসঙ্গে নির্য়াতিতার ওই আত্মীয় বলেন, ‘‘আমরা কাউকেই আসতে বারণ করিনি। তবে বলেছি, সাংবাদিকদের সঙ্গে না-নিয়ে আসতে।