• বহরমপুর কলেজের ছাত্রাবাসে র‌্যাগিং অভিযোগ, ৫ ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ...
    আজকাল | ৩০ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  বহরমপুর কলেজের ছাত্রাবাসের মধ্যে দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন ছাত্রকে র‌্যাগিং করার অভিযোগে চতুর্থ সেমিস্টারের ৫ জন ছাত্রকে হোস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ। রবিবার ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তুনু ভাদুড়ি সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। 

    তিনি বলেন,' আগামীকাল সোমবার কলেজ খুললে অভিযুক্ত ছাত্রদেরকে কলেজের সিদ্ধান্তর কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।' কলেজ সূত্রে জানা গিয়েছে ,'সম্প্রীতি' নামে কলেজেরই হোস্টেলে অভিযুক্ত এবং অভিযোগকারী ছাত্ররা থাকেন। 

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,' শনিবার সকালে আমরা ইউজিসি থেকে একটি ই-মেল পাই। সেখানে আমাদেরকে জানানো হয় কলেজের দ্বিতীয় সেমিস্টারের কিছু ছাত্রকে চতুর্থ সেমিস্টারের কিছু ছাত্র র‌্যাগিং করেছে বলে তারা একটি অভিযোগ পেয়েছেন। ইউজিসি-র তরফ থেকে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আমাদেরকে রিপোর্ট দিতে বলা হয়। এরপর কলেজের গভর্নিং বডির নির্দেশে অ্যান্টির‌্যাগিং কমিটির সদস্যরা  অভিযুক্ত এবং অভিযোগকারী সমস্ত ছাত্রদেরকে ডেকে পাঠিয়ে প্রত্যেকের বক্তব্য আলাদা করে শোনেন। '

    তিনি আরও বলেন ,'দ্বিতীয় সেমিস্টারে যে ছাত্ররা ইউজিসিকে র‌্যাগিং অভিযোগ জানিয়েছিল তারা এই বিষয়টি আগে কলেজ কর্তৃপক্ষ বা হোস্টেল সুপারকে  জানায়নি। তারা সরাসরি ইউজিসি-র কাছে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছিল। অভিযোগকারী ছাত্রদের দাবি  চতুর্থ সেমিস্টারের কয়েকজন ছাত্র তাদেরকে মৌখিকভাবে র্যাগিং  করেছে।। '

    শান্তনুবাবু আরও জানান,' ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত অ্যান্টির‌্যাগিং কমিটি পাঁচজন অভিযুক্ত ছাত্রকে কলেজ হস্টেল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। মৌখিকভাবে ইতিমধ্যেই তাদেরকে হস্টেল থেকে বেরিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। সোমবার কলেজ খুললে তাদেরকে গোটা বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।'

     তিনি আরও জানান ,'অ্যান্টির‌্যাগিং কমিটির তদন্তে উঠে এসেছে চতুর্থ সেমিস্টারের কয়েকজন ছাত্র  দ্বিতীয় সেমিস্টারের কয়েকজন ছাত্রকে মৌখিকভাবে কিছু বলেছিল। শারীরিকভাবে কারও উপর কোনও অত্যাচার হয়নি। হোস্টেলে ছাত্ররা অভিভাবকহীন অবস্থায় থাকে ,এখানে আমি তাদের অভিভাবক। পরবর্তীকালে আমি দু'পক্ষকেই কলেজে ডেকে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। '
  • Link to this news (আজকাল)