• সপরিবারে মা আসছেন 'টানা রিক্সায়'! ...
    আজকাল | ৩০ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  জগন্নাথ দেবের রথের রশিতে টানের সঙ্গেই আগমনীর আগমনের ছোঁয়া লাগে মানুষের মনে প্রাণে। শাস্ত্র মতে এই রথযাত্রার দিন দুর্গা মূর্তি কাঠামোতে প্রথম মাটির প্রলেপ পরে। আর এই দিনটাকে কেন্দ্র করে দুর্গোৎসবের ছোঁয়া এবং আবেগঘন চিত্ত মেতে উঠে মা আগমনীর আশার আনন্দে। আবার এই দিনটাকে কেন্দ্র করে বা রথযাত্রার সময়কালে বহু সর্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজো করে দুর্গোৎসবের শুভ সূচনা করেন।

     ঠিক সেই রকম ভাবেই জগন্নাথ দেবের রথযাত্রার সময়কালে এই শুভ মুহূর্তে খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসবের শুভ সূচনা করল জিডি ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুঁটি পুজোর মাধ্যমে জিডি ব্লকের দুর্গোৎসবের শুভ সূচনা হল। যেখানে এক প্রকার বসেছিল চাঁদের হাট, উপস্থিত ছিলেন একাধিক গুণীব্যক্তি সহ চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত।

    উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে একাধিক সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই খুঁটি পূজার আয়োজন সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে ছিল  সমাজের পিছিয়ে পড়া দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

    বলাবাহুল্য, কলকাতা সল্টলেক জিডি ব্লকের ৪১ বছরের ঐতিহ্যবাহী শারদ উৎসবের মূল বিষয় কলকাতার 'টানা রিস্কা' টুং টুং টুং । আর এই টানা রিক্সার যে অতি প্রাচীন প্রাক স্বাধীনতার যে ইতিহাস এবারের দুর্গোৎসবের মধ্যে ফুটিয়ে তোলার এক প্রবল চেষ্টা করে চলেছেন জিডি ব্লকের কর্মকর্তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিল্পীরা। 

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত চীনের ডেপুটি কনস্যুলেট ও রাশিয়ার ডেপুটি কনস্যুলেট সল্টলেক জিডি ব্লকের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের এক অদ্ভুত আনন্দে আত্মহারা হওয়ার চিত্র প্রকাশ্যে এল। এই খুঁটিপূজো অনুষ্ঠানে আসতে পেরে কতটা আপ্লুত এবং আনন্দিত তার আবেগঘন চিত্তের প্রতিচ্ছবি। এদিনের এই অনুষ্ঠানে তারা জিডি ব্লকের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে শিশুদের হাতে তুলে দিলেন শিক্ষা সামগ্রী। একই সঙ্গে মেতে উঠলেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও। 

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত চীনের ডেপুটি কনস্যুলেট বলেন, "আমি এই খুঁটিপূজায় আসতে পেরে এবং সামিল হতে পেরে খুবই আনন্দিত এবং আপ্লুত। আমার খুব ভাল লাগছে যে কলকাতার বুকে দুর্গাপুজোয় এরকম আনন্দের মুহূর্তে নিজে যোগ হতে পারলাম। আমি আমার দেশে গিয়েও কলকাতা দূর্গা পূজার এই আনন্দের কথা এবং জিডি ব্লকের এই উৎসবের কথা অবশ্যই শেয়ার করব আমার পরিবার ও বন্ধুদের মধ্যে।" 

    রাশিয়ার ডেপুটি কনস্যুলেট বলেন, "আমি এই দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত এবং সকলের কাছে কৃতজ্ঞ। আমার এই প্রথম এই খুঁটিপুজো অনুষ্ঠানে অংশগ্রহণ যা আমাকে খুবই আনন্দ দিয়েছে, এবং খুব ভাল লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। এই অনুষ্ঠানে শিশুদের সাথে সময় কাটাতে পেরে খুবই ভাল লাগল। অবশ্যই দুর্গাপুজোর শুভ মুহূর্তে পুজোর দিনগুলি এখানে এসে কাটানোর চেষ্টা করব।"
  • Link to this news (আজকাল)