• ডানকুনি স্টেশনে ওভারব্রিজ থেকে ট্রেন লাইনে ঝাঁপ, আত্মঘাতী ব্যবসায়ী
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডানকুনি স্টেশনের ওভারব্রিজ থেকে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর, ওই ব্যক্তির নাম মারুফ শেখ (৪০)। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী। তাঁর বাড়ি ডানকুনিরই ছ'আনা পাড়াতে। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা জানা যায়নি। সূত্রের খবর, আজ রবিবার দুপুরে তিনি আগে থেকেই স্টেশনের ওভার ব্রিজে অপেক্ষা করছিলেন। বর্ধমান কর্ড লাইনে ট্রেন দেখেই ঝাঁপ দেন। ঘটনায় স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। ওই ব্যক্তির লাফ দেওয়ার ফলে ছিঁড়ে যায় হাইটেনশন লাইনের তার। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। তাঁর দেহ উদ্ধার করার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
  • Link to this news (বর্তমান)