• ড্রেনে গিজগিজ করছে হলুদ রঙের শামুক, শোরগোল জলপাইগুড়িতে, ক্ষতির আশঙ্কা আছে?
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • দিব্যেন্দু সিনহা

    নিকাশি নালায় কালো রঙের শামুক দেখতেই আমরা অভ্যস্ত। আবার বড় আকারের গেছো শামুকেরও দেখা মেলে। কিন্তু যদি বলা যায় এই বর্ষায় হলুদ রঙের শামুক দেখা যাচ্ছে, তাও আবার জলপাইগুড়ি শহরের নিকাশি নালায়। অনেকেই বলবেন, বিশ্বাস করা কঠিন! কিন্তু হলদু রঙের শামুকের দেখা মিলছে শহরের নয়া বস্তি এলাকায়। প্রকৃতি প্রেমীরা জানাচ্ছেন, এই শামুককে ‘আপেল শামুক’ বলা হয়। মূলত দক্ষিণ আফ্রিকায় এই ধরনের শামুকের দেখা মেলে। কিন্তু এ দেশে কী ভাবে এল? সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছেন সকলে।

    জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়া নয়া বস্তি এলাকায় কিছু নিকাশি নালায় এই হলুদ রঙের শামুক নজরে পড়ে বাসিন্দাদের। হঠাৎ করে শামুকের এই অস্বাভাবিক রঙ দেখে হতভম্ব হয়ে যান বাসিন্দাদের অনেকেই। প্রশ্ন ওঠে জীব বৈচিত্র্য নিয়েও। স্থানীয় বাসিন্দা মনা বসাক বলেন, ‘ছোটবেলা থেকেই কালো শামুক দেখে এসেছি। কিন্তু হঠাৎ করেই রঙের পরিবর্তন দেখা যাচ্ছে। এটা এলাকার কয়েকটি নিকাশি নালায় দেখা যাচ্ছে।’

    বিষয়টি দেখে অবাক স্থানীয় বাসিন্দা যুবক শিবু রায়। তিনি জানান, মাছ শিকার করা তাঁর নেশা। সেই দৌলতে বিভিন্ন জায়গায় যান। কিন্তু কোথাও হলুদ রঙের শামুক দেখেননি। একদিন হঠাৎ করেই নিকাশি নালায় চোখে পড়ে।

    বাসন্তী রঙের এই শামুক নিয়েই এখন চর্চা গোটা এলাকায়। তবে এই শামুক থেকে ক্ষতির কোনও আশঙ্কা আছে? জলপাইগুড়ি সায়েন্সে অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, ‘এই শামুকের অরিজিন দক্ষিণ আফ্রিকা। অনেকেই এই শামুক অ্যাকোয়ারিয়ামে রাখেন। দ্রুত বংশ বৃদ্ধির কারণে হতে পারে কেউ এগুলিকে নিকাশি নালায় ছেড়ে দিয়ে গিয়েছে। তবে এই শামুককে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’

  • Link to this news (এই সময়)