• নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সব আসনেই জয় বিজেপির, দাঁড়াতেই পারল না তৃণমূল
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম। ২৬-এর আগে সেই নন্দীগ্রামেই সমবায় নির্বাচনে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলে জয় পেল বিজেপি। দীর্ঘ টালবাহানার পর হাইকোর্টের নির্দেশে রবিবার নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়। নির্বাচনে সব আসনই জিতে নেয় গেরুয়া শিবির।

    সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ৮০০। আসন সংখ্যা রয়েছে ১২টি। সমিতির ভোট হওয়ার কথা ছিল ১৫ জুন। নন্দীগ্রামে বোমাবাজি-সহ একাধিক অশান্তির ফলে নিরাপত্তার কারণ দেখিয়ে ভোট স্থগিত করে দেয় পুলিশ প্রশাসন। এর পরেই প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও থানায় বিক্ষোভ সভা হয়। ভোট করানোর জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের রায়েই ২৯ জুন ভোট হয়। এদিন সকাল থেকে ব্যাপক পুলিশি নিরাপত্তায় চলে ভোটগ্রহণ। বিকেলে নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় ১২টি আসনের মধ্যে ১২টিতে জয় লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস।

    বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, ‘সমবায় জিততে পারবে না বলেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন বন্ধ রাখার চেস্টা করে। আমরা কোর্টের দ্বারস্থ হয়ে নির্বাচনের আবেদন করি। কোর্টের নির্দেশেই নির্বাচন হয়। সেখানে নন্দীগ্রামের সমবায়ের সদস্যরা আমাদের প্রার্থীদের সমর্থন করে বুঝিয়ে দিল পুলিশ প্রশাসনকে দিয়ে সব হয় না।’

    পাল্টা নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘ভোটের দিন ঘোষনার পর এলাকায় অশান্তি সৃষ্টির পাশাপাশি আমাদের প্রার্থীদের ভয় দেখানো হয়। কোর্টের নির্দেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। গত কয়েকদিন ধরে বিজেপি কী ভাবে প্রার্থী থেকে ভোটারদের ভয় দেখিয়েছে তা নন্দীগ্রাম তথা জেলার মানুষের জানা। অল্প ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছে।’

    অন্যদিকে নন্দীগ্রামে পাশের বিধানসভা খেজুরিতেও রবিবার খেজুরির কশতলা দারিকানাথ সমবায় সমিতির নির্বাচন হয়। সমবায়ের মোট আসন ৯টি। ৯ টি আসনই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা। দু’টি সমবায়ের ফল প্রকাশের পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা।

  • Link to this news (এই সময়)