• খরচ কয়েক কোটি টাকা, উদ্বোধনের পরও বন্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’টি হস্টেল
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: কয়েক কোটি টাকা খরচ করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে হস্টেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত আধুনিক হস্টেল দু’টির। পরিকাঠামো তৈরির কাজও কার্যত শেষ। কিন্তু যাঁদের জন্য এই হস্টেল, সেই ছাত্রছাত্রী বা গবেষকরা কেউই থাকেন না সেখানে। এখনও হস্টেল চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, নিরাপত্তারক্ষী সংক্রান্ত সমস্যা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের অভাবের কারণে এখনও হস্টেল দুটি চালু হয়নি। 

    বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর দুটি হস্টেল ছিল। কিন্তু সেগুলি ছিল  বাইরে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরে হস্টেল তৈরির কাজ শুরু হয়। ছাত্র ও ছাত্রীদের জন্য তৈরি হয় দুটি পৃথক হস্টেল। প্রতিটি হস্টেলই ত্রিতল বিশিষ্ট। একেকটি হস্টেলে ১৫০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে হস্টেলের আসবাব সহ সব কিছু কেনাও হয়েছে। কিন্তু যাঁদের থাকার জন্য এই হস্টেল, তাঁরাই নেই এখানে।

    উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় বলেন, হস্টেলের উদ্বোধন হয়ে গিয়েছে। পরিকাঠামোও কার্যত তৈরি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাব রয়েছে। ছাত্রছাত্রীদের সামগ্রিক সুরক্ষার বন্দোবস্ত না করে হস্টেল চালু করা সমীচীন নয়। পানীয় জল হস্টেলে সরবরাহের ক্ষেত্রেও কিছুটা সমস্যা রয়েছে। দু’টি বিষয় নিয়েই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা চালাচ্ছি। এই দু’টি বিষয় সমাধান হলেই দ্রুত হস্টেল দু’টি চালু করে দেওয়া হবে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা আধিকারিকের পদটি শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯০ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী প্রয়োজন। বর্তমানে সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক। বন্দুকধারী নিরাপত্তারক্ষীও নেই। গতবছর বিশ্ববিদ্যালয়ে ছুরিকাহত হন এক ছাত্রী। চরম আতঙ্ক তৈরি হয় পড়ুয়াদের মধ্যে। যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষীর ব্যবস্থা না করে হস্টেল চালু করা নিয়েও কিছুটা দ্বিধায় কর্তৃপক্ষ। 

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে নিরাপত্তারক্ষীর বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। জলের সমস্যা মেটাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গেও কথা চলছে।

    দ্রুত হস্টেল চালুর দাবি জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসূন রায়। এসএফআইয়ের জেলা সভাপতি কৌশিক মৈত্র বলেন, আমরা এবিষয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার কথা বিবেচনা করছি।  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই হোস্টেল উদ্বোধন হলেও তা বন্ধই রয়েছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)