• ডিএসপি টাউনশিপে দূষিত জল দেওয়ার অভিযোগ, বিক্ষোভে কং শ্রমিক সংগঠন
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার ফের দুর্গাপুর স্টিল টাউনশিপে অনিয়মিত ও দূষিত জল দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ডিএসপির টাউনশিপের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান। নিয়মিত ও পরিস্রুত জল পরিষেবার দাবিতে বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে ডিএসপির সিআইএসএফ জওয়ানরা আসে। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। পরে ডিএসপির আধিকারিকরা আসেন। তাঁরা আশ্বাস দিলে প্রায় ৪ ঘণ্টা পরে বিক্ষোভ ওঠে।

    বিক্ষোভকারী সূত্রে জানা গিয়েছে, টাউনশিপটি পুরসভা এলাকায় হলেও ডিএসপি কর্তৃপক্ষ নিজেরাই পরিশুদ্ধ পানীয়জলের পরিষেবা দিয়ে থাকে। প্রায় একমাস ধরে এখানে অনিয়মিত জল পরিষেবা দেওয়ায় ক্ষুব্ধ হচ্ছেন টাউনশিপবাসী। গত সপ্তাহেও দু’দিন জল পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। জলের হাহাকার শুরু হয় টাউনশিপে। মেন পাইপলাইন ফেটে যাওয়ায় বিপত্তি ঘটেছিল বলে জানান ডিএসপি কর্তৃপক্ষ। ওই সময় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তিনি টাউনশিপে বসবাস করেন। তাঁকে জল কিনে আনতে হয়েছিল। শনিবারও বেশকিছু এলাকায় ফের একই পরিস্থিতি তৈরি হয়। আবার জল পরিষেবা চালু করতেই কালো জল কল থেকে বেরতে থাকে। বিপাকে পড়েন টাউনশিপবাসী। 

    শ্রমিক নেতা রজত দিক্ষিত বলেন, নিয়মিত জল পরিষেবা না মেলায় ভোগান্তির শিকার হচ্ছেন টাউনশিপের বাসিন্দারা। এরই মধ্যে আবার দূষিত জল দেওয়া হচ্ছে। টাউনশিপে জলযন্ত্রণায় ভুগছেন এলাকাবাসী। জলের পাইপলাইন ফেটে গিয়েছিল বলে ডিএসপি কর্তৃপক্ষ জনিয়েছে। বিক্ষোভের পরে জল পরিষেবা স্বাভাবিক করেছে।

    তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ বলেন, সত্যিই টাউনশিপের বাসিন্দারা জল যন্ত্রণায় ভুগছেন। বিভিন্ন সময়ে আমরাও সরব হয়েছি। আর প্রতিটি রাজনৈতিক দলের সরব হওয়া দরকার।
  • Link to this news (বর্তমান)