রেলে চাকরির নামে ৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, বর্ধমানে আদালতের দ্বারস্থ প্রতারিত
বর্তমান | ৩০ জুন ২০২৫
সংবাদদাতা, বর্ধমান: রেলের ভুয়ো নিয়োগপত্র বিলির চক্র ফের সক্রিয় বর্ধমানে। এনিয়ে প্রতারিত এক যুবক বর্ধমান সিজেএম আদালতে মামলা করেছেন। মামলা রুজু করে তদন্তের জন্য বর্ধমান থানার আইসিকে নির্দেশ দিয়েছেন সিজেএম। প্রতারিতর অভিযোগ, রেলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা নেওয়া হয়েছে। রেলের কর্মী পরিচয় দিয়ে শহরের এক বাসিন্দা তাঁর কাছ থেকে ওই টাকা নেয়। তাঁকে জাল নিয়োগপত্র দেওয়া হয়। এরইমধ্যে গত ২৫জুন রাতে বর্ধমান স্টেশনে ওভারব্রিজে প্ল্যাটফর্ম থেকে দুই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তার করে জিআরপি। দিল্লির বাসিন্দা দুই যুবকের নাম নীতেশ বালগুহর ও বিনয় কুমার। বর্ধমান স্টেশনের টিকিট পরীক্ষকদের কাছ থেকে বিষয়টি জানতে পারে আরপিএফ। তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের কাছ থেকে রেলের পরিচয়পত্র উদ্ধার হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পারে, কয়েকদিন ধরেই তারা স্টেশনে ডিউটি করছে। স্টেশনে টিকিট পরীক্ষকের ডিউটি করার জন্য তাদের পরিচয়পত্র দেওয়া হয়। তা নিয়েই তারা কাজ করছিল। কাজ করার সময় তারা সাদা জামা ও কালো প্যান্ট পরেছিল। কাজ করার জন্য দিল্লি থেকে এসে বর্ধমানে তারা ঘরভাড়া নিয়েছিল। দুই যুবককে জাল পরিচয়পত্র দেওয়ার সঙ্গে রেলের ভুয়ো নিয়োগপত্র বিলি চক্রের যোগ রয়েছে বলে তদন্তকারীদের অনুমান।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জেলায় রেলের ভুয়ো নিয়োগপত্র বিলির একটি চক্র সক্রিয় রয়েছে। রেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে জাল নিয়োগপত্র দেয় প্রতারকরা। বিভিন্ন স্টেশনে ভুয়ো নিয়োগপত্র দিয়ে বেকার ছেলেমেয়েদের কাজও করায় চক্রটি। এর আগেও এধরনের অভিযোগ উঠেছে। চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিস। জেলার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হয়। আদালত নির্দেশ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।