নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। দিকে দিকে প্রতিবাদ চলছে। এই আবহে রবিবার ভরদুপুরে বারাসত শহরে যৌন হেনস্তার শিকার হলেন এক তরুণী। এদিন বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে এক যুবক ওই কলেজছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরে পুলিসের হাতে তুলে দেয়। নিগৃহীত ছাত্রী বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম রাজু শেখ। বছর ২৮-এর ওই যুবকের বাড়ি বসিরহাটে। বনগাঁর বাসিন্দা ওই ছাত্রী।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণী ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। এদিন সকালে তিনি বারাসতে শিক্ষকের কাছে পড়তে এসেছিলেন। পড়া শেষে বাড়ি ফিরবেন বলে ১২ নম্বর রেলগেট চত্বর দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর সহপাঠীরা। সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক আচমকা তাঁর দিকে এগিয়ে যায়। অভিযোগ, আচমকা ওই যুবক ছাত্রীর শরীরের নানা অংশে হাত দেয়। প্রতিবাদ করলে যুবক বলে, সে নাকি মজা করছে! ওই অবস্থায় ছাত্রী ও তাঁর সহপাঠীরা চিৎকার শুরু করেন। আশপাশ থেকে লোকজন বেরিয়ে এসে যুবককে পাকড়াও করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। নিগৃহীত ছাত্রী ও তাঁর সহপাঠীরা জানিয়েছেন, পড়ার শেষে তাঁরা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখনই ওই যুবক আচমকা অসভ্যতা শুরু করে। রীতিমতো শ্লীলতাহানি করে সে। তাঁদের বক্তব্য, ‘পড়ার জন্য তো আমাদের বারাসতে আসতেই হবে। দিনের বেলা পথেঘাটে এই ধরনের ঘটনায় আমরা রীতিমতো আতঙ্কিত।’ ১২ নম্বর রেলগেটের দোকানদারদের তরফে শ্যাম অধিকারী বলেন, ‘তখন ভরদুপুর। আমরা দোকান বন্ধ করার তোড়জোড় করছিলাম। আচমকা মেয়েদের চিৎকার আমরা কয়েকজন ছুটে যাই। গিয়ে ঘটনাটা বুঝতে পারি। ছেলেটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে। বুঝতে পারছি না, ওর উদ্দেশ্য কী ছিল। আমরা পুলিসকে খবর দিয়েছিলাম। পুলিস ওই যুবককে ধরে নিয়ে গিয়েছে। আমরা চাই, এই ধরনের ঘটনা বন্ধ হোক এবং দোষী শাস্তি পাক।’ বারাসত পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিস।