• রথের চূড়া ভেঙে জখম মহিলার মৃত্যু
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রথযাত্রার দিন ডানকুনিতে রথের চূড়া ভেঙে জখম এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ওই মহিলার নাম কল্পনা ঠাকুর (৩৮)। তিনি ডানকুনি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার দিন তিনি জখম হন। তাঁর মাথায় একাধিক সেলাই পড়েছিল। তা নিয়ে তিনি বেশ আতঙ্কে ছিলেন। শনিবার গভীর রাতে তাঁর হার্টঅ্যাটাক হয়। যদিও পুলিস ওই মহিলার মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে। কল্পনাদেবীর বাড়িতে তাঁর স্বামী ও নাবালিকা কন্যা আছে। এদিন তাঁর মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নামে। শাসক দলের স্থানীয় নেতৃত্ব এদিন ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমরা ওই পরিবারের পাশে থাকব।’ ডানকুনির ডানকুনি থেকে কালীপুর পর্যন্ত একটি রথযাত্রা হয়। শুক্রবার রথের দিন সেখানেই গিয়েছিলেন কল্পনাদেবী। রথযাত্রা চলাকালীন পুরসভা ভবনের কাছেই রথের একটি চূড়া ভেঙে পড়ে। তাতে তিনজন মহিলা জখম হয়েছিলেন। তাঁদের একজনকে চিকিৎসাধীন রেখে কল্পনা ঠাকুরসহ দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছিল।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)