৫-১০ টাকার পুরনো নোটের বদলে মিলবে ৪৫ লক্ষ, প্রতারণায় খোয়া গেল ১২ হাজার
বর্তমান | ৩০ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুরনো টাকার বিনিময়ে বহু লক্ষ টাকা দেওয়ার প্রলোভন। সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। ঘটনাটি হুগলির উত্তরপাড়ার শান্তিনগরের।
জানা গিয়েছে, সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। কিছু পরিমাণ পুরনো টাকার বদলে ৪৫ লক্ষ নগদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল সাইবার প্রতারক। সেই ফাঁদেই পা ফেলেন শান্তিনগরের সঞ্জীব মল্লিক নামে এক ব্যক্তি। নানা অছিলায় তাঁর কাছ থেকে প্রায় ১২ হাজার টাকা নেয় প্রতারক। সঞ্জীববাবু উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সঞ্জীববাবু জানান, সম্প্রতি তিনি সমাজমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখতে পান। সেখানে বিশেষ কিছু পুরনো ১০ ও পাঁচ টাকার কারেন্সি নোটের জন্য বড় অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া ছিল। তাঁর কাছে ওই ধরনের কিছু ১০ ও পাঁচের নোট ছিল। তিনি বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে বিষয়টি জানান। অপর প্রান্তে থাকা ব্যক্তি টাকার ছবি তুলে পাঠাতে বলেন। সঞ্জীববাবু হোয়াটসঅ্যাপে সে ছবি পাঠিয়ে দেন। এরপর গত শুক্রবার তাঁকে জানানো হয়, নোটগুলির বিনিময়ে তিনি ৪৫ লক্ষ টাকা পাবেন। তা পেতে ৫২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং জিএসটি বাবদ আলাদা কিছু টাকা দিতে হবে। ৫২০ টাকার মধ্যে তিনি ফেরত পাবেন ৫০০। সেটি ৪৫ লক্ষের সঙ্গে ফেরত দেওয়া হবে। সঞ্জীববাবু রেজিস্ট্রেশন করেন এবং জিএসটি বাবদ অতিরিক্ত প্রায় চার হাজার টাকা দেন। এরপর শনিবার সকালে প্রতারকরা তাঁকে ফোন করে জানায়, সরকারি কর বাবদ আরও সাত হাজার ৫৬০ টাকা দিতে হবে তাঁকে। এই বলে ৪৫ লক্ষ টাকা যে তাঁর জন্য রাখা আছে তার প্রমাণ দিতে একটি ভিডিও পাঠায়। সঞ্জীববাবু সাড়ে সাত হাজার টাকা দিয়ে দেন। কিন্তু তারপর আরও টাকা চেয়ে বসে প্রতারক। এবার সন্দেহ হয় সঞ্জীববাবুর।
তিনি বলেন, ‘আমি এবার টাকা দিতে অস্বীকার করি। তখন আমাকে নানাভাবে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে প্রতারক। রাতেই আমি থানায় অভিযোগ জানাই।’