নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তু মাজি নামে ২১ বছরের এক যুবকের অঙ্গদানে উপকৃত হতে চলেছেন সাতজন কী তারও বেশি মানুষ। বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পাওয়া সন্তুর সম্প্রতি ব্রেন ডেথ ঘোষণা হয় পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে। তাঁর বাড়ির লোকজন অঙ্গদান করার সিদ্ধান্ত নেয়। দুটি কিডনি, লিভার, হার্ট, দুটি করণীয় ছাড়াও হাওড়ার বাসিন্দা সন্তু ত্বকদানও করেছেন পিজি হাসপাতালের স্কিন ব্যাঙ্কে। ফলে অন্যান্য অঙ্গ থেকে তো বটেই তাঁর ত্বক থেকে উপকৃত হতে পারেন একাধিক মানুষ। তাঁর দুটি কর্নিয়া, একটি কিডনি এবং ত্বক পাচ্ছেন পিজি হাসপাতালের রোগীরা। আরেকটি কিডনি পাচ্ছেন আলিপুরের সেনা হাসপাতাল তথা কমান্ড হাসপাতালে রোগী। লিভার এবং হার্ট যাচ্ছে শহরের দুটি নামকরা বেসরকারি হাসপাতালে। রবিবার রাতে পিজি সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার আরও এক ব্যক্তির মস্তিষ্কের মৃত্যুর পর বাড়ির লোকজন অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। রাতে তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পরপর তিনটি অঙ্গদানের ঘটনা ঘটছে পিজি হাসপাতালে। চিকিৎসকরা এই ধরনের অঙ্গদানকে বলেন ‘ব্যাক টু ব্যাক ট্রান্সপ্লান্ট’।