• ডানকুনি স্টেশনের ওভারব্রিজ থেকে ঝাঁপ, আত্মঘাতী যুবক
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রেল স্টেশনের ফুট ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। রবিবার দুপুরে ওই ঘটনাটি ডানকুনি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঘটেছে। ঘটনার পরপরই পুলিস গিয়ে কর্ড লাইনের একটি ট্রেনের কামরার ছাদ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন চলাচল স্থগিত ছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম মাহরুফ শেখ (৩৯)। তিনি স্থানীয় ছ’আনা পাড়ার বাসিন্দা ছিলেন। স্টেশনের কাছেই তাঁর একটি মুরগির মাংস বিক্রির দোকান আছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবক দীর্ঘক্ষণ ডানকুনি স্টেশনের ফুট ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। তারপরে কর্ড লাইনে একটি 

    ট্রেন আসার ইঙ্গিত পেয়েই তিনি 

    ঝাঁপ দেন। তবে তিনি সরাসরি ট্রেনের উপরে বা লাইনে 

    পড়েননি। প্রথমেই তিনি হাইটেনশন লাইনের তারে ধাক্কা খান। তাতেই ওই তারটি ছিঁড়ে যায়। তারপরেই তিনি ট্রেনের ছাদে গিয়ে পড়েন। দ্রুত আরপিএফ এবং রেল পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে। রেল পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

    স্থানীয় বাসিন্দা জাহির শেখ বলেন, ওই যুবক কিছুক্ষণ ধরেই রেলের ফুট ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন। তবে তিনি যে ঝাঁপ দেবেন, তা বোঝা যায়নি। ওই যুবক স্থানীয় ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই কর্ড লাইনের ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। একদিকে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া অন্যদিকে ওই যুবককে উদ্ধার করার জেরে কর্ড লাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়। প্রায় ৩০ মিনিট পরে পুনরায় রেল ব্যবস্থা সচল হয়। 
  • Link to this news (বর্তমান)