এই সময়, টিটাগড়: ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে রবিবার টিটাগড় জেলা অফিসে রুদ্ধদ্বার বৈঠক করল ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূল। জেলা সভাপতি পার্থ ভৌমিকের নেতৃত্বে এ দিনের মিটিংয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে জেলার সমস্ত বিধায়ক, পুরপ্রধান-সহ দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পার্থ ভৌমিক জানান, দলের পদাধিকারীদের ২১ জুলাইয়ের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দু’টি বিধানসভা ধরে একজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁরাই সমস্ত কর্মসূচি পরিচালনা ও পর্যালোচনা করবেন এবং তাঁরাই ওই বিধানসভা এলাকায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। ব্রাত্য বসুকে পানিহাটি ও খড়দহ, চন্দ্রিমা ভট্টাচার্যকে দমদম এবং রাজারহাট গোপালপুর, বরাহনগর ও কামারহাটিতে দায়িত্ব দেওয়া হয়েছে নির্মল ঘোষকে।
উত্তর দমদম এবং ব্যারাকপুর বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। এ ছাড়া নোয়াপাড়া ও বীজপুর বিধানসভার জন্য সোমনাথ শ্যাম, নৈহাটি এবং ভাটপাড়ার জন্য সুবোধ অধিকারী, জগদ্দলে রাজ চক্রবর্তী এবং আমডাঙায় সনৎ দে-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিধানসভা ধরে ধরে ২১ জুলাইয়ের জন্য কেন্দ্রীয় ভাবে মিছিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ১৮ জুলাই জেলার প্রত্যেকটি রেলস্টেশনে পথসভা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ভোটার লিস্ট সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে। সেই মতো প্রত্যেকটি বিধায়কের হয়ে একটি করে নাম দিতে বলা হয়েছে। তাঁরা ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় নিয়ে দেবরাজের সঙ্গে যোগাযোগ করবেন।
পার্থ ভৌমিক বলেন, ‘২১ জুলাই আমাদের জেলা থেকে সর্বোচ্চ লোক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। সেই মতো পদাধিকারী এবং দলের কর্মীদের প্রচারে নেমে পড়তে বলা হয়েছে।’