• লাইনে জল, মেট্রো বন্ধ ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • কর্মব্যস্ত দিনের শুরুতেই ট্র্যাকে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবা। আপাতত গিরিশ পার্ক থেকে ময়দানের মাঝে মেট্রো চলাচল বন্ধ। কবি সুভাষ থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। তবে গতি খুবই ধীর বলে যাত্রীদের অভিযোগ। রবিবার গভীর রাতে এবং সোমবার ভোরের বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। তার প্রভাব পাতালপথেও।

    সোমবার সকাল ৮টার কিছু পর থেকেই মেট্রোর গতি ধীর হতে শুরু করে বলে যাত্রীদের অভিযোগ। কোনও মেট্রো দমদম থেকে ছাড়তে দেরি করেছে, কোনওটা আবার দমদম স্টেশন ছাড়লেও তার পরেই থামতে থামতে এগিয়েছে।

    পরে জানা যায়, সেন্ট্রাল ও চাঁদনি চক মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল ঢুকেছে। তাই মেট্রোর গতি শ্লথ। শুধু গতিই শ্লথ নয়, কিছুটা অংশে বন্ধও রাখতে হয়েছে পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই মুহূর্তে গিরিশ পার্ক থেকে ময়দানের মাঝে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাঁরা দেখছেন কেন জল জমেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

    এ দিকে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় গিরিশ পার্ক, ময়দান স্টেশনের সামনে থিকথিক করছে মানুষের ভিড়। বাসে বাদুড়ঝোলা ভিড়। যদিও মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায়ও জমা জলের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ। ট্র্যাফিক অনেকটাই ধীর।

  • Link to this news (এই সময়)