• জলমগ্ন মধ্য কলকাতার একাধিক রাস্তা, কোন কোন পথ এড়িয়ে চলবেন? জেনে নিন ট্র্যাফিক আপডেট
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • গতকাল ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি শহর কলকাতার বিস্তীর্ণ অংশে। সোমবার সকালে জলমগ্ন হয়ে পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ এবং অফিসযাত্রী-সহ আরও অনেকেই। গোদের উপরে বিষফোঁড়া, মেট্রোতেও বিভ্রাট। পাতালরেল এবং সড়কপথ দুই ক্ষেত্রেই সমস্যা দেখা গিয়েছে। জল জমার জন্য শহরের কোনও রাস্তা কি বন্ধ করে দেওয়া হয়েছে? কী বলছে কলকাতা ট্র্যাফিক পুলিশ?

    কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও রাস্তা বন্ধ নেই। তবে ঠনঠনিয়া কালীবাড়ি, আমর্হাস্ট স্ট্রিট এবং এমজি রোডের কিছু অংশে জল জমে রয়েছে। যেখানে জল জমেছে, সেখানে গাড়ি কিছুটা ধীরে চলছে। ক্রমশ জল নেমে যাচ্ছে এবং সেক্ষেত্রে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানাচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। 

     যদিও ভোগান্তিতে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। অফিসযাত্রী অস্মিতা ঘোষ বলেন, ‘এমজি রোডে ব্যাপক জল জমেছে। বৃষ্টি গত রাতে রয়েছে। এখনও কেন জল নামবে না?’ রাতুল দত্ত বলেন, ‘প্রত্যেক বছর শুনি ঠনঠনিয়াতে আর জল জমবে না। কিন্তু প্রত্যেক বছরই তো জল জমছে। আজও ব্যাপক ভোগান্তিতে পড়তে হলো।’

  • Link to this news (এই সময়)