হাওড়া জগতবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকার ঘটনা। গতকাল জগৎবল্লভপুর এলাকার এক পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন বাড়িতে ঢোকে। টাকাপয়সা থেকে গয়না, সব নিয়ে পালানোর সময় বাড়িতে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা।
জল ছাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল কংসাবতীর সেচ দপ্তর। গতকাল পর্যন্ত দশ হাজার কিউসেক করে জল ছাড়া হল। বাঁকুড়া ও পুরুলিয়ার উচ্চ অববাহিকায় লাগাতর বৃষ্টিপাত কারণে এমন সিদ্ধান্ত। এই জল ছাড়ার ফলে বাঁকুড়ার কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরের আংশিক ও হুগলি জেলার গোঘাট খানাকুল সহ বেশ কিছু অংশে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে বেশ কিছু এলাকা।
মেট্রোর লাইনে জল। ব্যাহত পরিষেবা। সেন্ট্রাল আর চাঁদনি চকের মাঝখানে ট্র্যাকে জল। তার জেরেই এই সমস্যা। দমদম থেকে গিরিশপার্ক পর্যন্ত আপাতত চলছে মেট্রো। মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা।
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই পতনের মুখে দেশের শেয়ার বাজার। বাজার খুলেই সেনসেক্স পড়েছিল প্রায় ১০০ পয়েন্ট। সাড়ে ৯ টার সময় ৫৮ পয়েন্ট কমে সেনসেক্স রয়েছে ৮৩ হাজার ৯৮৯ পয়েন্টে। নিফটি৫০ ১৫ পয়েন্ট কমে রয়েছে ২৫ হাজার ৬১৯ পয়েন্টে।
দফায় দফায় বৃষ্টিতে মধ্য কলকাতার একাংশ জলমগ্ন। সেন্ট্রাল অ্যাভিনিউতে হাঁটু জল। জল জমেছে মহাত্মা গান্ধী রোডেও। এছাড়া ঠনঠনিয়া-সহ একাধিক রাস্তায় জল জমেছে বলে খবর।
আগ্রা এয়ারপোর্টে বোমা রাখার খবরে আতঙ্ক ছড়াল আগ্রা এয়ারপোর্টে। যদিও তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি।
সোমবার সকালে আসানসোলের হটন রোডে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ফুটপাতের চারটি দোকান। ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তার ধারে একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগে। সেখান থেকে পাশের ফুটপাতের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অমরনাথযাত্রায় তীর্থযাত্রীদের সুরক্ষায় মাল্টি-লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থার আয়োজন CRPF-এর। ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
কুমিল্লার পর এ বার বরিশাল, বাংলাদেশে ফের নারী নির্যাতনের ঘটনা। রবিবার ভোরে বরিশালের ভোলা মহাসড়কের পাশের জঙ্গলে প্লাস্টিকের মধ্যে এক অ্যাসিডদগ্ধ মহিলাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রাই প্রথমে তাঁকে দেখতে পান। তাঁরা ওই মহিলাকে মৃত ভেবে খবর দেন পুলিশে। এর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই মহিলা তখনও জীবিত। তড়িঘড়ি তাঁকে বাংলাদেশের শের-এ-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভয়াবহ দুর্ঘটনা তানজ়ানিয়ায়। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। আহত ৩০ জনেরও বেশি।
আজ অর্থাৎ সোমবার রাজ্যের সকল জেলার ডি.আই অফিসে মিছিল ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ।
ভারতের সঙ্গে ৮ জুলাইয়ের আগেই আমেরিকার বাণিজ্য চুক্তি সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের দাবি। আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯ জুলাই পর্যন্ত স্থগিত। তার আগেই চুক্তি সাক্ষরিত হওয়ার সম্ভাবনা।
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা
রবিবার নির্যাতিতা এবং অভিযুক্তদের ডিএনএ-র নমুনা সংগ্রহ করা হয়েছে। সিট গড়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দলে রয়েছে এক জন মহিলা সাব ইনস্পেক্টর। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শহরে রয়েছে একাধিক বিক্ষোভ কর্মসূচি। দুপুর সাড়ে তিনটেয় কলেজের সামনে রয়েছে একটি বিক্ষোভ কর্মসূচি। বেলা ১২টায় কসবা পোস্ট অফিসের সামনে ল স্টুডেন্ট ও জুনিয়র ল'ইয়ারদের প্রতিবাদ কর্মসূচি।