• সোমবার ফের মেট্রো বিভ্রাট, স্কুলে পরীক্ষা দিতে পারল না বহু পড়ুয়া
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারের পরে সোমবার! ফের বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। লাইনে জল জমে যাওয়ায় এদিন সকালে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় শহরের পাতালপথ। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে হয়রানির শিকার হন অফিস যাত্রীরা। এদিকে আজ থেকে শহরের বহু স্কুলে ইউনিট টেস্ট শুরু হয়েছে। মেট্রো বিভ্রাটে উত্তর ও মধ্য কলকাতার বহু স্কুলের পড়ুয়া স্কুল পৌঁছাতে পারেনি বলে জানা গিয়েছে। সময়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় বসতে পারেনি তাদের অনেকে। একই ঘটনার পুনরাবৃত্তির জেরে মেট্রোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল।

    বৃষ্টির ফলে গত শনিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের নেতাজি ভবন স্টেশনের কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। যার জেরে বিকেলে প্রায় দেড় ঘণ্টা মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। এর তিন দিনের মাথায় ফের ঘটল বিপত্তি। জানা গিয়েছে, সেন্ট্রাল স্টেশনের টানেলে জল জমে আছে। যার জেরে সকাল ৮টা ৫৫ থেকে পরিষেবা আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে কবি সুভাষ থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল করছে।

    ২০২৪ সালের জুন মাসে টানা বৃষ্টির জেরে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন জলে ভরে যায়। দীর্ঘ ৫ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। ৪০ বছরের ইতিহাসে এর আগে এত দীর্ঘ সময় মেট্রো বন্ধ থাকেনি। ঘটনাচক্রে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় ছিলেন। খবর পেয়ে তিনি রেলমন্ত্রীকে ফোনে এই অবস্থার কৈফিয়ত তলব করেন। এদিনের ঘটনায় স্পষ্ট অতীত থেকে শিক্ষা নেয়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দাবি যাত্রীদের।
  • Link to this news (বর্তমান)