• সাতসকালে রেল অবরোধ, স্তব্ধ বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেনের চাকা
    বর্তমান | ৩০ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্টেশন লাগোয়া রাস্তার বেহাল অবস্থা। প্রতিবাদে সোমবার সকালে ভাসিলা স্টেশনে রেল অবরোধ। যার জেরে সপ্তাহের প্রথম দিনে ব্যহত লোকাল ট্রেন পরিষেবা। এদিন সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বারাসত-হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ বলে জানা গিয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টি হলেই ভাসিলা স্টেশনের প্রবেশপথে জল জমে যায়। নেই জল নিকাশি নালা। কে এই নিকাশিনালা নির্মাণ করবে, তা নিয়ে রেল ও স্থানীয় পঞ্চায়েতের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে টালবাহানা চলছে। আজও হয়নি তার সমাধান। বৃষ্টি হলেই ওই স্টেশনের প্রবেশপথ জলমগ্ন হয়ে পড়ে। অগত্যা জমা দুর্গন্ধযুক্ত নোংরা জল মাড়িয়ে যেতে হয় সাধারণ মানুষকে। ওই দুর্ভোগ এড়াতে যাত্রীদের একাংশ রেললাইনের উপর দিয়ে যাতায়াত করেন। রবিবার সন্ধ্যায় এক মহিলা যাত্রী রেল লাইনের উপর দিয়ে পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন। তাই  প্রবেশ পথের জলমগ্ন দশা থেকে নিস্তার পেতে রেল অবরোধে নামলেন রেলযাত্রীরা। ঘটনাস্থলে রেল ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা হাজির হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)