• পথে নেমে প্রতিবাদ গৌড়বঙ্গে
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • কোথাও হল মিছিল, কোথাও মশাল মিছিল। কসবায় গণধর্ষণ-কাণ্ডের পরে ফের মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে যেন আরজিকরের মতো ছড়াতে শুরু করেছে আন্দোলন। প্রতিবাদের দ্বিতীয় দিনেও আলাদা আলাদা মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয় তিন জেলায়।

    কসবার গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবিবার সন্ধ্যায় মালদহের জেলা সদর ইংরেজবাজার শহরে মশাল মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। বিজেপির জেলা কার্যালয়ে থেকে সেই মশাল মিছিল শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পরে ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এ দিন বিকেলে রথবাড়িতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদহ শাখার পক্ষ থেকে ওই একই ইস্যুতে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। সংগঠনের জেলার সম্পাদিকা মেহেবুবা খাতুন বলেন, ‘‘আরজি কর থেকে কসবা-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার দাবিতে আমরা আশাকর্মীরা আন্দোলন চালিয়ে যাব।’’ কলকাতায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে শনিবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার মহিলা মোর্চার উদ্যোগে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু করে বালুরঘাট থানা মোড় পর্যন্ত মশাল মিছিল হয়। বিজেপির মহিলা মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি উমা কুন্ডু বলেন, ‘‘দোষীদের ফাঁসি চাই।’’ থানার সামনে বিক্ষোভ দেখান মহিলারা। এ দিন প্রচুর পুলিশ থানার সামনে ছিল। দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ চলে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে দাবি।

    এ দিন রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন সিপিএমের নেতা-কর্মীরা। আন্দোলনকারীরা শিলিগুড়ি মোড় থেকে মিছিল করে গিয়ে রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ ও পথসভা করেন। একই দাবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এ দিন রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা। সেখানে তাঁরা অবস্থান বিক্ষোভও করেন। ঘটনার প্রতিবাদে চাকুলিয়াতে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। করণদিঘিতে বিক্ষোভ মিছিলে শামিল হন সিপিএমের নেতা-কর্মীরা।
  • Link to this news (আনন্দবাজার)