• দুর্ঘটনায় আহতের পাশে মসজিদ কমিটি
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • কয়েক দিন আগে পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন এক যুবক। অস্ত্রোপচারের জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা। সে খবর শুনে, মুর্শিদাবাদের ভগবানগোলায় ওই যুবকের চিকিৎসায় পাশে দাঁড়ালেন স্থানীয় মসজিদ কমিটির সদস্যেরা।

    ৭ জুন মোটরবাইক দুর্ঘটনায় মাথায় চোট পান ভগবানগোলা রেল কলোনির বাসিন্দা, বছর একুশের সুদীপ্ত দাস। পরিবার সূত্রের দাবি, কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরেও জায়গা মেলেনি। শেষে সুদীপ্তকে সঙ্কটজনক অবস্থায় বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর মাথায় ইতিমধ্যে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে। সে জন্য প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানায় সুদীপ্তের পরিবার। তাঁর বাবা সুজিত দাস জানান, তিন মাস পরে আরও একটি অস্ত্রোপচার হবে। তবে সে জন্য যে টাকা দরকার, তা তাঁদের নেই। তাই সাহায্যের জন্য এলাকায় দুয়ারে দুয়ারে ঘুরছেন তিনি।

    সুজিত জানান, গত শুক্রবার ভগবানগোলা বিডিও অফিসপাড়ার একটি মসজিদে সাহায্যের জন্য যান তিনি। সব শুনে ইমাম ইসমাইল শেখ এলাকাবাসীকে সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন। ইমামের অনুরোধে সাড়া দিয়ে বাসিন্দারা সাধ্যমতো চাঁদা দেন। তাতে হাজার দশেক টাকা সংগৃহীত হয়। রবিবার সুজিত বলেন, “এই মহানুভবতা অমূল্য। এই টাকা অনেক কাজে আসবে।” স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “আমরা ভবিষ্যতেও এ ভাবেই মিলেমিশে থাকব।’’
  • Link to this news (আনন্দবাজার)