• নাবালিকার বিয়ে দিয়ে শ্রীঘরে সাত
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • বিহারের পূর্ণিয়ার এক নাবালিকাকে বিয়ে করে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের এক যুবক। জানতে পেরে দৌলতাবাদ থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি পাঁচ জনকে আটক করেছিল। পরে বর-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে তিন জন মুর্শিদাবাদের এবং দু’জন বিহারের বাসিন্দা। রবিবার ধৃতদের বহরমপুরের এক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। বছর ষোলোর ওই নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতি আপাতত হোমে পাঠিয়েছে। লালগোলাতেও এক নাবালিকার বিয়ের চেষ্টার অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছে।

    মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ বলেন, ‘‘বিহার থেকে ওই নাবালিকাকে বিয়ে করে ফিরছিল পাত্র। দৌলতাবাদে তাঁদের গাড়ি আটকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। লালগোলাতেও দু’জন একই অভিযোগে গ্রেফতার হয়েছেন।’’

    সূত্রের খবর, গত ২৬ জুন মুর্শিদাবাদের এক গ্রামের বাসিন্দা ওই যুবক পূর্ণিয়ায় গিয়েছিলেন বিয়ে করতে। সেখানেই বাড়ি ওই নাবালিকার। বিয়ে সেরে শনিবার বিকেলে বরের বাড়ির লোক নবদম্পতিকে নিয়ে গ্রামে ফিরছিলেন। মাঝপথে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। জিজ্ঞাসাবাদের পরে তাঁদের গ্রেফতার করা হয়। লালগোলার একটি গ্রামে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছিল। সেই খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় পুলিশ হানা দেয়। গ্রেফতার করা হয় পাত্র ও তাঁর এক আত্মীয়াকে। রবিবার তাঁদেরও আদালতে তোলা হলে জেল হেফাজত হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)