• বিক্ষোভ-অবরোধ বিজেপির, অশান্তি
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • দক্ষিণ কলকাতায় সরকারি আইন কলেজে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের বিরুদ্ধে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার নানা জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি। আসানসোলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয়।

    শনিবার রাতে বিজেপি কর্মীরা কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। ছিলেন বিজেপি নেতা রমন শর্মা, পঙ্কজ জয়সওয়ালেরা। বিজেপি কর্মীরা থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। থানার সামনের রাস্তায় বসে প্রতিবাদ চলে। রাত ১২টা নাগাদ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে গিয়ে ফরিদপুর ফাঁড়ি ঘেরাও করেন। ফাঁড়ির সামনে কিছু ক্ষণ বিক্ষোভ হয়।

    রবিবার সকালে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় প্রায় ১৫ মিনিট। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। চন্দ্রশেখরেরদাবি, ‘‘রাজ্যে ধর্ষণের ঘটনা বার বার ঘটছে। পুলিশ-প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ সব সহ্য করা হবে না। তাই রাস্তা অবরোধ করা হল।’’

    আসানসোল দক্ষিণ থানা ও হিরাপুর থানার সামনে শনিবার গভীর রাতে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি। ছিলেন দলের নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ কর্মীরা। কসবায় আইন কলেজে ধর্ষণের ঘটনার প্রতিবাদে রবিবার আসানসোলের উষাগ্রাম মোড়ে টায়ার জ্বালিয়েজিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশের সঙ্গে তাঁদেরধস্তাধস্তি বেধে যায়। কিছু ক্ষণপরে পুলিশ অবরোধ তুলে দেয়। কয়েক জন বিজেপি কর্মীকে আটক করা হয়।
  • Link to this news (আনন্দবাজার)