ছ’বছরের বালিকাকে চলতি বছরের এপ্রিল মাসে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনা জেলায়। পরিবার থানায় অভিযোগ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
তবে এ বার অভিযোগ, বালিকার পরিবারকে সেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন অশোকনগরের এক প্রভাবশালী তৃণমূল নেতা। বিজেপির মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচী রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দাবি করেছেন, প্রবীর মজুমদার নামে ওই তৃণমূল নেতা বালিকার পরিবারের লোকজনকে টাকার লোভ দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, প্রাণে মারার হুমকি দিয়েও মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। পরিবারটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি। তবে কৌস্তভ বলেন, ‘‘পকসোর মতো মামলায় কেউ যদি চাপ সৃষ্টি করে বা প্রভাবিত করার চেষ্টা করে, সে-ও সমান অপরাধী। তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বালিকার পরিবার রাজ্য পুলিশের ডিজি, মুখ্যমন্ত্রী— সকলের কাছে অভিযোগ করলেও পুলিশ নির্বিকার।’’
প্রবীর অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমি ওই নাবালিকার পরিবারকে চিনি না। আমার সঙ্গে ওঁদের কোনও কথা হয়নি। আইন আইনের পথে চলবে। আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।’’
প্রাক্তন সিপিএম বিধায়ক সত্যসেবী করের কথায়, ‘‘বিষয়টি আমিও শুনেছি। ভাবতেই পারছি না, এমন ঘটনা ঘটতে পারে। যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদেরও শাস্তি হওয়া উচিত।’’
অভিযোগ, ঘটনার দিন মেয়েটি স্কুল থেকে ফিরছিল। এক দোকানি তাকে দোকানের পিছনের ঘরে নিয়ে গিয়ে খাবারের লোভ দেখায়। বালিকা তা নিতে অস্বীকার করায় মারধর করে। মেয়েটির উপরে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।