• হুল দিবসে পুরো ছুটির দাবি
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • আজ, সোমবার হুল দিবস। রাজ্যস্তরের হুল দিবসের অনুষ্ঠান হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এ বার হুল দিবসে ‘সেকশনাল হলিডে’ (বিভাগীয় ছুটি। শুধুমাত্র সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা এই ছুটি পাবেন) রয়েছে। এই বিশেষ দিনে পুরো সরকারি ছুটি না থাকায় সরব হয়েছে আদিবাসীদের নানা সংগঠন ও জনপ্রতিনিধিরা। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই দিনে পূর্ণ ছুটির দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে লোকসভায় সরব হবেন বলে জানিয়েছেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সরেন।

    উল্লেখ্য, ২০২২ সালে হুল দিবসে পূর্ণ ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৩ সালে তা বাতিল করে ফের ‘সেকশনাল হলিডে’ দেওয়া হয়। গত বছর হুল দিবস রবিবার পড়েছিল। এ বার আবার ‘সেকশনাল হলিডে’।
  • Link to this news (আনন্দবাজার)