• রথযাত্রায় জখম মহিলার মৃত্যু
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • রথযাত্রার দিন ডানকুনির টিএন মুখার্জি রোডে একটি রথের চূড়া বিদ্যুতের তারে লেগে ভেঙে পড়ায় জখম হয়েছিলেন তিন মহিলা। তাঁদের মধ্যে কল্পনা ঠাকুর (৩২) নামে ডানকুনির ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষ পল্লির এক মহিলার মৃত্যু হল শনিবার রাতে। বাড়িতেই তিনি মারা যান। পুলিশ জানায়, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামালা রুজু করা হয়েছে। ময়না-তদন্তের রিপোর্টে এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষ পল্লি থেকেই শুক্রবার রথের টান শুরু হয়েছিল। অনেক মানুষ জড়ো হয়েছিলেন। রথের চূড়া ভাঙলে কল্পনা ছাড়াও জখম হন জাসমিতা দেবী ও দময়ন্তী সিংহ নামে আরও দু’জন। দময়ন্তীর কোমরে এবং বাকি দু’জনের মাথায় আঘাত লাগে। রথ কমিটির লোকজনই তাঁদের স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান।

    কল্পনা আদতে বিহারের বাসিন্দা হলেও বছর বারো ধরে উত্তর সুভাষ পল্লিতে ভাড়া থাকছিলেন। তাঁর স্বামী ধর্মেন্দ্র পেশায় গাড়িচালক। মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ভাড়াবাড়িটির মালিকের স্ত্রী পিয়ালি সাহু জানান, শনিবার রাতে খাওয়ার পরে কল্পনা অসুস্থ হয়ে পড়েন। তাঁর মেয়ের ডাকে তিনি গিয়ে দেখেন, স্বামীর বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছেন কল্পনা। তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুঁবার হেঁচকি তোলার পরে জ্ঞান হারান। আর জ্ঞান ফেরেনি। চিকিৎসক এসে তাঁকে মৃত ঘেষণা করেন।
  • Link to this news (আনন্দবাজার)