আবাসের টাকা থেকে ‘কাটমানি’ নেওয়ায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য
আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
বাংলা আবাস যোজনার ঘরের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বরূপনগরেরবাঁকড়া গোকুলপুর পঞ্চায়েত এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২৩ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অঞ্জলি ঢালির হয়ে গ্রামোন্নয়নের কাজ করেন তাঁর স্বামী সুশান্ত ঢালি। আবাস যোজনার ঘর পেতে গেলে তাঁদের কাটমানি দিয়ে হয় বলে অভিযোগ।
শনিবার উপভোক্তা গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ স্বরূপনগর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁরা বলেন, ‘‘কাটমানি না দিলে ঘর মিলবে না বলায় বাজার থেকে ঋণ করে কয়েক হাজার টাকা দিয়েছিলাম পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীকে। তার পরেও ঘর মেলেনি। তাই পুলিশের কাছে অভিযোগ করতে বাধ্য হয়েছি।’’
অঞ্জলি ও তাঁর স্বামী সুশান্তের বক্তব্য, ‘‘মানুষ জানেন, বিপদে-আপদে আমরাই পাশে থাকি। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’
পঞ্চায়েতের প্রধান লাবণী পরামানিক বলেন, ‘‘প্রশাসনিক ভাবে তদন্ত হবে। দোষীদের ছাড় দেওয়াহবে না।’’
এ প্রসঙ্গে বিজেপি নেতা বৃন্দাবন সরকারের কটাক্ষ, ‘‘তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে!’’ সিপিএমের স্বরূপনগর এরিয়া কমিটির সম্পাদক শফিকুল ইসলামের কথায়, ‘‘তৃণমূলের আমলে টাকা ছাড়া কোনও কাজ হয় না।’’
স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের অনসূয়া মণ্ডল জানান, যে বা যারা মুখ্যমন্ত্রীর কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। তৃণমূলের বসিরহাট জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের কথায়, ‘‘তদন্ত করে দেখতে হবে, অভিযোগ সত্যি না মিথ্যা। যদি দেখা যায়, কেউ দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’