• কু-কথা মীনাক্ষীর, পাল্টা কুণালের
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • কু-কথায় এ বার নাম জড়াল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে বালিকা তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে শনিবার পলাশি রেলগেটের কাছে বিক্ষোভ-সভা ছিল সিপিএমের। ভিড়ে ঠাসা সেই সভায় কুণাল ঘোষের নাম না-করে ‘সারদায় জেল খাটা’ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্পর্কে কু-মন্তব্য করেছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী। তার প্রেক্ষিতে কুণাল রবিবার বলেছেন, ‘‘সিপিএমের লোকজন যাঁকে আগুনপাখি বা হেলিকপ্টার, যা কিছু বলে, তিনি আমার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন শুনেছি। অতীতে সিপিএম মহিলাদের উপরে নানা অত্যাচার করেছে, এখন তারা নানা কথা বলছে। যিনি ওই কু-মন্তব্য করেছেন, বয়সে আমার চেয়ে ছোট। এটাই সিপিএের সংস্কৃতি।’’ মীনাক্ষীর কথার প্রেক্ষিতে সমাজমাধ্যমেও নানা মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সিপিএমের রাজ্য নেতৃত্বের একাংশও মনে করছেন, তামান্নার হত্যায় ক্ষোভ থাকলেও সংযম হারিয়ে মীনাক্ষী ঠিক কাজ করেননি।
  • Link to this news (আনন্দবাজার)