• একে একে কলকাতায় আসছেন বিজেপির তথ্যানুসন্ধানী দলের সদস্যরা, পৌঁছোলেন বিপ্লব দেব, সুকান্ত নিয়ে যাবেন কসবায়
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তথ্যানুসন্ধানী দল গড়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের ওই দল গড়ে দিয়েছেন। সোমবার একে একে সেই দলের সদস্যেরা কলকাতায় আসতে শুরু করেছেন। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলের বাকি সদস্যদের মধ্যে আছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ এবং মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র। তাঁরাও কিছু ক্ষণের মধ্যেই শহরে পৌঁছোবেন। কলকাতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানোর কথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।

    বিমানবন্দরে বিপ্লবকে স্বাগত জানানোর পর অগ্নিমিত্রা এই তথ্যানুসন্ধানী দলের সারা দিনের কর্মসূচি সংবাদমাধ্যমে জানিয়েছেন। বলেছেন, ‘‘এখান থেকে ওঁদের প্রথমে হোটেলে নিয়ে যাব। সেখান থেকে ওঁরা লালবাজারে যাবেন। কলকাতার পুলিশ কমিশনারের অফিসে একটি অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে। সিপির সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে। এর পর ৩টে নাগাদ আমরা মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চাই। তাঁর দফতরেও মেল করা হয়েছে। তার পর আমরা সাউথ ক্যালকাটা ল কলেজে যাব, যেখানে ঘটনাটি ঘটেছে। সেখান থেকে ওঁরা ৪টে-সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করবেন।’’ বিজেপি সূত্রে খবর, বিমানবন্দর থেকে বিজেপির তথ্যানুসন্ধানী দলের সদস্যদের প্রথমে নিউটাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনিই বিপ্লব, সত্যপালদের নিয়ে যাবেন কসবায়।
  • Link to this news (আনন্দবাজার)