• সপ্তাহের প্রথম সকালেই স্তব্ধ মহানগরী! মেট্রো-বিভ্রাটে ভোগান্তিতে অফিসযাত্রীরা, জলমগ্ন রাস্তায় মানুষের ঢল
    আনন্দবাজার | ৩০ জুন ২০২৫
  • সকাল থেকেই বৃষ্টি চলছে কলকাতায়। টানা বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গা জলমগ্ন। দোসর হয়েছে মেট্রোয় বিভ্রাট। তার জেরে রাস্তায় রাস্তায় যানজট। তিলধারণের জায়গা নেই বাস, অটোয়। এর ফলে সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রীরা।

    সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ আচমকা মেট্রো লাইনে জল দেখা যায়। চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনে জল জমে যাওয়ার কারণে সাময়িক ভাবে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এর পর প্রায় ঘণ্টাদুয়েক ময়দান থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলেছে। ফলে ভোগান্তিতে প়়ড়েন নিত্যযাত্রীরা। অনেকেই দ্রুত কর্মস্থলে পৌঁছতে মেট্রো থেকে নেমে বাস বা ক্যাব ধরার চেষ্টা করেন। সঙ্গে ট্রেনে-বাসেও পাল্লা দিয়ে ভিড় বাড়তে থাকে। সঙ্গে যানজট।

    ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বিবেকানন্দ রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জল জমে যায়। ব্যাহত হয় যানচলাচল। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও শহরের বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। পাশাপাশি, প্রতিটি বাসেই মাত্রাছাড়া ভিড়। যাত্রীদের অভিযোগ, অ্যাপ ক্যাবগুলিও এই সুযোগে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকতে থাকে। যানজটের কারণে সকালের দিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সকাল ১১টা নাগাদ দীর্ঘ দু’ঘণ্টা পর ফের মেট্রো পরিষেবা চালু হয়। কিন্তু মেট্রো চালু হতে না হতেই বেলগাছিয়া স্টেশনে ডাউনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ফলে ফের মেট্রো পরিষেবা থমকে গিয়েছে। পাতাল-পরিষেবা বন্ধ থাকায় যানজট অব্যাহত রয়েছে কলকাতার রাস্তায়।
  • Link to this news (আনন্দবাজার)