কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দুই পৃথক ব্যক্তি এই মামলা দায়েরের আবেদন জানান। দু’জনেরই আবেদন মঞ্জুর হয়েছে।
আরজি করের ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রথম যিনি জনস্বার্থ মামলা করেছিলেন, সেই বিজয় সিঙ্ঘলই কসবা-কাণ্ডে আদালতের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।
অন্য দিকে আইনজীবী সৌম্যশুভ্র রায় কসবার ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানান। মামলা দায়ের করার অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।
বিজয় সিঙ্ঘল আরজি করের ঘটনায়ও প্রথম মামলাকারী। কসবার ঘটনায়ও তিনি আদালতের দ্বারস্থ। তিনি আদালতের কাছে আবেদন জানান, কসবার ঘটনার তদন্তে যে সিট গঠন করা হয়েছে, তার চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হোক।
একই সঙ্গে তাঁর দাবি, এই আইন কলেজের অনুমোদন নেই। অনুমোদন ছাড়া একটা কলেজ কী ভাবে চলছে, প্রশ্ন তোলেন তিনি। কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও বলেন তিনি। কলেজে ভর্তির জন্য যে ফি নেওয়া হচ্ছে, তাতে কী করে ইউনিয়নের চাঁদা ইনক্লুড করা হয়, সে প্রশ্নও তোলেন এই মামলাকারী। কলেজের নিরাপত্তা বিষয়ে আদালত নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হোক, আর্জি তাঁর।