টানা বৃষ্টির জেরে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে সকাল সকাল। মধ্য কলকাতায় জল জমার কারণে সড়ক পথেও ভোগান্তি কম ছিল না। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এ বার রেল পথেও ভোগান্তি। রাস্তা সংস্কারের দাবিতে এ দিন সকাল ৭টা ৪৫ মিনিট অবরোধ করা হয় ভাসিলা স্টেশনে। এর ফলে বারাসত এবং হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয় দীর্ঘক্ষণ। যার জেরে ভোগান্তিতে পড়তে হয় বহু মানুষকে।
অবরোধকারীদের দাবি, স্টেশনে পৌঁছনোর রাস্তা অত্যন্ত খারাপ। আর এই বেহাল রাস্তার জন্য সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রবিবার রাতেও সংশ্লিষ্ট রাস্তায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা। বিষয়টি একাধিকবার জেলাশাসক এবং রেল কর্তৃপক্ষের নজরে আনলেও সমাধান মেলেনি, অভিযোগ তাঁদের। আর এই রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালে তাঁরা রেললাইনের উপরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোগান্তিতে পড়তে হয় ট্রেন যাত্রীদের।
এক সময়ে নিত্যযাত্রীদের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। এ দিকে খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁদের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর, অবরোধের জন্য বারাসত-হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন লাইনে দীর্ঘসময় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও অবরোধের জেরে ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
রমেশ পান্ডা শিয়ালদহগামী এক লোকাল ট্রেনের যাত্রী ছিলেন। এই বিক্ষোভের জেরে আটকে পড়েছিলেন তিনিও। এই যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন শুনলাম সেন্ট্রাল কলকাতাতেও জল জমেছে। মনে হয় আজ আর অফিসে পৌঁছতে পারব না।’