• ল কলেজের পড়ুয়ারা আজ রাস্তায়, হুমকি মনোজিতের বাহিনীর
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • এই সময়: গণধর্ষণের ঘটনা ঘটা দক্ষিণ কলকাতার ওই ল কলেজের পড়ুয়ারা আজ, সোমবার পথে নামার পরিকল্পনা করেছেন। পাশাপাশি আজই আবার কসবা পোস্ট অফিসে জমায়েতের ডাক দিয়েছেন অন্য আইন কলেজের পড়ুয়া, প্রাক্তনী তথা জুনিয়র ল ইয়াররা।

    এই প্রতিবাদ নিয়েও অবশ্য অভিযোগ উঠেছে। প্রতিবাদী পড়ুয়াদের দাবি, মনোজিতের গ্যাং প্রতিবাদ আন্দোলেনর সংগঠক পড়ুয়াদের ধরে ধরে হুমকি দিতে শুরু করেছে।

    যদিও হুমকি মুখে একজোট হয়ে পাল্টা প্রতিবাদ করেছেন ওই পড়ুয়ারা। এত বড় ঘটনা ঘটার পরেও কী ভাবে মনোজিতের গ্যাং হুমকি দেওয়ার সাহস পাচ্ছে, কে সেই সাহস জোগাচ্ছে— এই সব নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে ক্যাম্পাসের মধ্যেই।

    এ দিকে আজই আবার সরকারি নির্দেশ মেনে পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে দ্রুত রিপোর্ট পাঠানোর কথা জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরকে। তার আগে অনেকেই দাবি করেছেন, অবিলম্বে মনোজিৎকে কলেজের অস্থায়ী স্টাফের পদ থেকে বহিষ্কার করতে হবে।

  • Link to this news (এই সময়)