• উদ্বোধনের আগে এবার অনলাইনে টিকিট কেটে দুর্গা প্রতিমার দর্শন
    এই সময় | ৩০ জুন ২০২৫
  • এই সময়: গোটা পাড়াটাই মণ্ডপ। আট হাজার বর্গফুটের বিরাট এলাকা জুড়ে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করছেন দমদম পার্ক ভারত চক্রের উদ্যোক্তারা। এ বছর শহরতলির এই পুজো ২৫ বছরে পড়ল।

    রজত জয়ন্তী বছরকে স্মরণীয় করে রাখতে শুধু মণ্ডপে বৈচিত্রই নয়, ‘প্রি–এগজ়িবিট’ মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনের ব্যবস্থাও করা হচ্ছে। এর ফলে পুজো উদ্বোধনের পাঁচ দিন আগেই খুলে দেওয়া হবে দমদম পার্ক ভারত চক্রের মণ্ডপ। যাঁরা আগ্রহী, তাঁরা অনলাইনে টিকিট কেটে সন্ধে ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত মণ্ডপ দেখতে পারবেন।

    কলকাতার দুর্গাপুজোয় কি নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে? মণ্ডপ উদ্বোধনের পরে দলবেঁধে হইহই করে ‘প্যান্ডেল হপিং’–এর মজাই আলাদা। দর্শনার্থীদের ভিড়ে ঠাসা মণ্ডপে কী ভাবে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ করেন, সেটা অনেক সময়েই দেখার মতো জিনিস হয়ে ওঠে।

    কিন্তু ভিড় পছন্দ করেন না অথচ মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনের ইচ্ছে ষোল আনা — এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এর উপর আছেন বিদেশ থেকে আসা দর্শকরা।

    এঁরাও চান ফাঁকায় ফাঁকায় মণ্ডপ পরিদর্শন করে নিতে। এই ব্যাপারটা মাথায় রেখেই এ বার দমদম পার্ক ভারত চক্রের ‘প্রি–এগজ়িবিট’ পুজো পরিদর্শনের পরিকল্পনা।

    পুজো কমিটির পক্ষ থেকে প্রতীক চৌধুরী বলেন, ‘আমাদের মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর। তার আগে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর ‘প্রি–এগজ়িবিট’ মণ্ডপ ও প্রতিমা পরিদর্শনের ব্যবস্থা থাকছে।

    এই চার দিনে ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করা যাবে, তবে টিকিট কেটে।’ পুজো কমিটির যুগ্ম সম্পাদক সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই নির্দিষ্ট সময়টুকু বাদ দিলে এবং মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাওয়ার পরে সবার অবাধ প্রবেশাধিকার থাকবে। ‘প্রি–এগজ়িবিট’ পুজো শুধু তাঁদের জন্য, যাঁরা এই সুবিধে নিতে চান।’

    এই পরিকল্পনাকে ‘অভিনব’ বলে উল্লেখ করেছেন শহরের দুর্গাপুজো কমিটিগুলোর উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব কমিটি’র সাধারণ সম্পাদক শাশ্বত বসু — ‘অতীতে বিভিন্ন ট্যুর অপারেটর কোনও পুজো কমিটির সঙ্গে কথা বলে মণ্ডপ উদ্বোধনের আগে কোনও একদিন স্লট বুক করেছে, এমন নজির হয়তো রয়েছে। কিন্তু কমিটির পক্ষ থেকে ‘প্রি-এগজ়িবিট’ পরিদর্শন এই প্রথম।’

    দমদম পার্ক ভারত চক্র জানাচ্ছে, district.in-এর মাধ্যমে অনলাইন বুকিং করা যাবে। সিঙ্গল টিকিট ১০০ টাকা, কাপল টিকিট ১৫০ টাকা এবং ফ্যামিলি টিকিট (চার জনের) ৩০০ টাকায় কাটতে হবে। প্রতি টিকিট ওয়ান টাইম এন্ট্রির জন্য।

  • Link to this news (এই সময়)